গাজীপুরে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রকাশিত : ২৩:২৭, ২১ জুন ২০২২

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা একটি ট্রাক চন্দ্রা এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় শহিদ হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনায় ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
কেআই//
আরও পড়ুন